এতদিন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন সাকিব আল হাসান। গত বুধবার রাতে দুবাইয়ে সাকিবের টি-টোয়েন্টির রেকর্ডটি ছিনিয়ে নেন মোস্তাফিজুর রহমান। সাকিবকে টপকে তারকা এ পেসার এখন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের জার্সিতে সর্বাধিক উইকেটের মালিক।
এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে চার উইকেটের জয়ের ম্যাচে আলো ছড়িয়েছেন মোস্তাফিজুর রহমান। চার ওভারে ২০ রান দিয়ে গুরুত্বপূর্ণ তিনটি উইকেট শিকার করে ম্যাচ জয়ে রেখেছেন দারুণ অবদান। তিন উইকেট নিয়ে মোস্তাফিজ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে স্পর্শ করলেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে।
প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএলটি-টোয়েন্টি) ডাক পেয়েছেন মোস্তাফিজুর রহমান। যদিও সংযুক্ত আরব আমিরাতের এই ফ্রাঞ্চাইজি লিগে কাটার মাস্টারের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সেটা মূলত বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) কারণে।